غَيْرُ ও سِوَى এর পরবর্তী মুসতাসনা

লুগাতুল কুরআন (তৃতীয় পাঠ)

পাঠের বিষয়বস্তু

টেক্সট
কুইজ

غَيْرُ  এর পরবর্তী মুসতাসনা মাজরুর হবে মুদাফ ইলাইহি হিসেবেকিন্তু غَيْرُ  বা غَيْرَ হওয়ার দুটি ক্ষেত্র আছে।

نَجَحَ الطُّلاَّبُ غَيْرَ حَامِدٍ

হ্যা বোধক বাক্যে غَيْرَ হয়

مَا نَجَحَ غَيْرُ حَامِدٍ

مَا سَأَلْتُ غَيْرَ حَامِدٍ

না-বোধক বাক্যে غَيْرَ বা غَيْرُ উভয়ই হতে পারে

           

سِوَى  এর বিভক্তি ঠিক غَيْرُ এর মত

যে রাতে ও দিনে ফরজ ব্যতিত বারো রাকাত সালাত পড়ে তাঁর জন্য জান্নাতে একটা বাড়ি তৈরী করা হয়।

مَنْ صَلَّى فِي اللَّيْلِ وَالنَّهَارِ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً سِوَى الْمَكْتُوبَةِ بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ

 

কুইজে অংশগ্রহণ করুন

এই পাঠের উপর আপনার জ্ঞান পরীক্ষা করুন এবং আপনার অগ্রগতি মূল্যায়ন করুন।

কুইজ শুরু করুন

কোর্স বিষয়বস্তু