লুগাতুল কুরআন (দ্বিতীয় পাঠ)

আরবী বাক্যের গঠন ও প্রয়োগ শিক্ষা

কোর্স সম্পর্কে

আরবী বাক্যের গঠন ও প্রয়োগ শিক্ষা

কোর্স বিষয়বস্তু

7 লেসন

7 মিনিট

  • الفِعْلُ الْمَاضِي অতীত কালের ক্রিয়া
  • লিংগ ও বচনভেদে الفِعْلُ الْمَاضِي এর বিভিন্ন রূপ
  • الفِعْلُ الْمَاضِي এর فَاعِلٌ বা কর্তা
  • না বোধক অতীত
  • অতীত কালের ক্রিয়ার বিভিন্ন ব্যবহার
  • ক্রিয়ার সাথে হারফ জার
  • অনুশীলনী - ১০ (অতীত কালের ক্রিয়া)

8 লেসন

8 মিনিট

  • الْمُضَارِعُ বর্তমান ও ভবিষ্যৎ কালের ক্রিয়া
  • না - বোধক বর্তমান
  • না বোধক ভবিষ্যত
  • বর্তমান কালের ক্রিয়ার বিভিন্ন ব্যবহার
  • لَمَّا ، لَمْ মুদারীকে অতীত অর্থ দেয়
  • একসাথে ক্রিয়ার কাল
  • الْمَصْدَرُ الْمُؤَوَّلُ অসমাপিকা ক্রিয়া
  • অনুশীলনী - ১১ (বর্তমান কালের ক্রিয়া)

4 লেসন

4 মিনিট

  • أَمْرٌ আদেশ
  • نَهْي নিষেধ
  • لَامُ الْاَمْرِ তৃতীয়পুরুষে ও প্রথমপুরুষে আদেশ ও নিষেধ
  • অনুশীলনী - ১২ (আদেশ ও নিষেধ)

8 লেসন

8 মিনিট

  • مَفْعُوْلٌ بِهِ ক্রিয়ার কর্ম
  • مَفْعُوْلٌ فِيْهِ ক্রিয়া সংঘটনের সময়/স্থান
  • مَفْعُوْلٌ لَهُ ক্রিয়া সংঘটিত হওয়ার কারণ
  • مَفْعُوْلٌ مَعَهُ ক্রিয়া সংঘটনের সাথী
  • اَلْمَفْعُولُ الْمُطْلَقُ (সমধাতুজ কর্ম)
  • বিশেষ শ্রেণীর اَلْمَفْعُلُ الْمُطْلَقُ
  • ব্যতিক্রমী মাসদারের اَلْمَفْعُلُ الْمُطْلَقُ
  • অনুশীলনী - ১৩ (ক্রিয়ার কর্ম)

10 লেসন

10 মিনিট

  • الفِعْلُ الصَّحِيْحُ নিরেট ক্রিয়া
  • الفِعْلُ الْمَهْمُوْزُ মাহমুজ ক্রিয়া
  • الفِعْلُ الْمُضَاعَفُ মুদায়াফ ক্রিয়া
  • التَّعْلِيْلُ বর্ণের রুপান্তর
  • الفِعْلُ الْمُعْتَلُّ দুর্বল ক্রিয়া
  • الْفِعلُ الْمِثَالُ মিছাল ক্রিয়া
  • الْفِعلُ الْأَجْوَفُ আজওয়াফ ক্রিয়া
  • الفِعْلُ النَّاقِصُ নাকিস ক্রিয়া
  • الفِعْلُ اللَّفِيْفُ লাফিফ ক্রিয়া
  • অনুশীলনী - ১৪ (নিরেট ক্রিয়া ও দুর্বল ক্রিয়া)

7 লেসন

7 মিনিট

  • الْمَجْهُولُ لِلسَّالِم সালিম ক্রিয়ার কর্মবাচ্যের রূপ
  • الْمَجْهُولُ لِلمَهْمُوز মাহমুজ ক্রিয়ার কর্মবাচ্যের রূপ
  • الْمَجْهُولُ لِلمُضَعَّف মুদায়াফ ক্রিয়ার কর্মবাচ্যের রূপ
  • الْمَجْهُولُ لِلمِثَال মিছাল ক্রিয়ার কর্মবাচ্যের রূপ
  • الْمَجْهُولُ لِلأَجْوَف আজওয়াফ ক্রিয়ার কর্মবাচ্যের রূপ
  • الْمَجْهُولُ لِلنَّاقِص নাকিস ক্রিয়ার কর্মবাচ্যের রূপ
  • অনুশীলনী - ১৫ (কর্মবাচ্যের ক্রিয়া)

20 লেসন

20 মিনিট

  • الْمُجَرَّدُ এবং الْمَزِيْد
  • ক্রিয়াপদের বিভিন্ন গঠন
  • Form II فَعَّلَ
  • فَعَّلَ গঠনের কিছু তাতপর্য
  • Form III أَفْعَلَ
  • অকর্মক ক্রিয়াকে সকর্মক ক্রিয়ায় রুপান্তর
  • সকর্মক ক্রিয়াকে দ্বিকর্মক ক্রিয়ায় রুপান্তর
  • أَرَى এর ব্যবহার
  • Form IV فَاعَلَ
  • Form V تَفَعَّلَ
  • Form VI تَفَاعَلَ
  • Form VII اِنْفَعَلَ
  • মাফউলুন বিহি যখন ফা’য়িল [কর্ম যখন কর্তা]
  • اِنْفَعَلَ বাবের পূর্বে প্রশ্নসূচক أَ থাকলে হামযাতুল ওয়াসলি উঠে যায়
  • Form VIII اِفْتَعَلَ
  • বাব اِفْتَعَلَ এর ت এর পরিবর্তন
  • Form IX اِفْعَلَّ
  • Form X اِسْتَفْعَلَ
  • الْفِعْلُ الرُّبَاعِيُّ (চার অক্ষর বিশিষ্ট ক্রিয়ামূল)
  • অনুশীলনী - ১৬ (ক্রিয়াপদের বিভিন্ন গঠন)

শিক্ষক

এস. এম. নাহিদ হাসান

উস্তাদ

এস. এম. নাহিদ হাসান একজন স্বনামধন্য ইসলামিক চিন্তাবিদ এবং আলেম। তিনি ইসলামী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রচারক হিসেবে পরিচিত। নাহিদ হাসান তার বক্তৃতা ও বাণীর মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইসলামী দৃষ্টিভঙ্গি প্রচার করতে সহায়ক ভূমিকা পালন করেছেন। তার লেখা বই এবং বক্তৃতা দেশের বিভিন্ন মসজিদ ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়, যা হাজার হাজার মুসলিমকে ইসলামের সঠিক শিক্ষায় উদ্বুদ্ধ করেছে।