অতীত কালের ক্রিয়ায় না অর্থে مَا ব্যবহৃত হয়। যেমনঃ
|
আমি কফি পান করিনি |
مَا شَرِبْتُ الْقَهْوَةَ |
|
আমি আজ অফিসে যাইনি |
مَا ذَهَبْتُ إِلَى الْمَكْتَبِ الْيَوْمَ |
|
তুমি কি পাঠটি লিখনি? |
أَمَا كَتَبْتَ الدَّرْسَ؟ |
|
আইয়িশাহ আমার সাথে যায়নি |
مَا ذَهَبَتْ عَائِشَةُ مَعِي |
ক্রিয়া প্রধান অতিত বাক্যের দুইটা না বোধক হলে উভয়ই لاদিয়ে শুরু হবে।
|
আমি খাইনি পানও করিনি |
لَا أَكَلْتُ وَلَا شَرِبْتُ |
|
সে পড়েওনি লেখেওনি |
لَا قَرَأَ وَلَا كَتَبَ |
|
সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি |
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ |
