সকর্মক ক্রিয়াকে দ্বিকর্মক ক্রিয়ায় রুপান্তর

লুগাতুল কুরআন (দ্বিতীয় পাঠ)

পাঠের বিষয়বস্তু

টেক্সট
কুইজ

সকর্মক ক্রিয়াকে فَعَّلَ বা أَفْعَلَ ফর্মে নিলে তা দ্বিকর্মক ক্রিয়া হয়।

দ্বিকর্মক

সকর্মক

ক্রিয়া

دَرَّسَنِي حَامِدٌ القُرْآنَ

دَرَسَ حَامِدٌ القُرْآنَ

دَرَسَ    সে শিখলো

হামিদ আমাকে কুরআন শিখালো

হামিদ কুরআন শিখলো

دَرَّسَ   সে শিখালো

أَسْمَعَ الطُّلَّابُ الْمُدَرِّسَ الْقُرْآنَ

سَمِعَ الْمُدَرِّسُ الْقُرْآنَ

سَمِعَ     সে শুনলো

ছাত্ররা শিক্ষকটিকে কুরআন শুনালো

শিক্ষকটি কুরআন শুনলো

أَسْمَعَ   সে শুনালো

 

কুইজে অংশগ্রহণ করুন

এই পাঠের উপর আপনার জ্ঞান পরীক্ষা করুন এবং আপনার অগ্রগতি মূল্যায়ন করুন।

কুইজ শুরু করুন

কোর্স বিষয়বস্তু