অকর্মক ক্রিয়াকে সকর্মক ক্রিয়ায় রুপান্তর

লুগাতুল কুরআন (দ্বিতীয় পাঠ)

পাঠের বিষয়বস্তু

টেক্সট
কুইজ

فَعَّلَ এবং أَفْعَلَ বাবে পরিণত করে অকর্মক ক্রিয়াকে সকর্মক ক্রিয়াতে রুপান্তর করা যায়।

সকর্মক

অকর্মক

 

نَزَّلْتُ الطِّفْلَ

نَزَلْتُ مِنَ السَّيَّارَةِ 

نَزَلَ   সে নামলো

نَزَّلَ   সে নামালো

শিশুটিকে নামিয়েছিলাম

গাড়ি থেকে নামলাম

أَجْلَسْتُ الطِّفْلَ بِجَانِبِي

جَلَسْتُ هُنَا

جَلَسَ   সে বসলো

أَجْلَسَ   সে বসালো

শিশুটিকে আমার পাশে বসিয়েছিলাম

এখানে বসেছিলাম

 

কুইজে অংশগ্রহণ করুন

এই পাঠের উপর আপনার জ্ঞান পরীক্ষা করুন এবং আপনার অগ্রগতি মূল্যায়ন করুন।

কুইজ শুরু করুন

কোর্স বিষয়বস্তু