মাফউলুন বিহি যখন ফা’য়িল [কর্ম যখন কর্তা]

লুগাতুল কুরআন (দ্বিতীয় পাঠ)

পাঠের বিষয়বস্তু

টেক্সট
কুইজ

বাব  اِنْفَعَلَ  তে সাধারণত আমরা যাকে ক্রিয়ার কর্ম বলে চিনি সেটাই কর্তা হয়। যেমনঃ

كَسَرْتُ الكُوْبَ (আমি গ্লাসটি ভাঙলাম), এখানে الكُوْبَ হচ্ছে  مَفْعُوْلٌ بِهِ

اِنْكَسَرَ الكُوْبُ (গ্লাসটি ভেঙ্গে গেল), এখানে   الكُوْبُ হচ্ছে  فَاعِلٌ

 

অনুরূপভাবে,

فَتَحْتُ البَابَ  (আমি দরজাটি খুললাম), এখানে  البَابَ  হচ্ছে  مَفْعُوْلٌ بِهِ

اِنْفَتَحَ البَابُ  (দরজাটি খুলে গেল),  এখানে  البَابُ  হচ্ছে  فَاعِلٌ

কুইজে অংশগ্রহণ করুন

এই পাঠের উপর আপনার জ্ঞান পরীক্ষা করুন এবং আপনার অগ্রগতি মূল্যায়ন করুন।

কুইজ শুরু করুন

কোর্স বিষয়বস্তু