مَفْعُوْلٌ فِيْهِ ক্রিয়া সংঘটনের সময়/স্থান

লুগাতুল কুরআন (দ্বিতীয় পাঠ)

পাঠের বিষয়বস্তু

ভিডিও
টেক্সট

ক্রিয়া সংঘঠনের স্থান বা  ক্রিয়া সংঘঠনের সময় প্রকাশক ইসমগুলোকে মাফুলুন مَفْعُوْلٌ فِيْهِ বলে।  এগুলো মানসুব। এগুলোকে ظَرْفٌ বলে যা আমরা ইতিপূর্বে দেখেছি।

 

শুক্রবারে আমি মক্কায় ছিলাম

كُنْتُ فِيْ مَكَّةَ يَوْمَ الْجُمُعَةِ

তোমরা এই সন্ধ্যায় কোথায় যাচ্ছ?

أَيْنَ تَذْهَبُوْنَ هٰذَا الْمَسَاءَ؟

আসছে বছর আমি আরবী ভাষা শিখব

سَأَدْرُسُ اللُّغَةَ العَرَبِيَّةَ الْعَامَ الْقَادِمَ

 

কোর্স বিষয়বস্তু