لَامُ الاِبْتِدَاءِ : জোর দেয়ার “লাম”

লুগাতুল কুরআন (তৃতীয় পাঠ)

পাঠের বিষয়বস্তু

টেক্সট
কুইজ

 لَ কখনো শব্দের পূর্বে বসে জো দেয়ার জন্য ব্যবহৃত হয় 

অবশ্যই আমরা ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হতাম।

لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

অবশ্যই আল্লাহর স্মরণই সর্বোত্তম।

لَذِكْرُ اللَّهِ أَكْبَرُ

নিশ্চয়ই তোমার রব ক্ষমাশীল

لَرَبُّكَ غَفُوْرٌ

 

তবে একই বাক্যে إِنَّ لَ আসলে  لَ খবরের পেছনে চলে যায়,  

অবশ্যই আল্লাহর স্মরণই সর্বোত্তম।

إِنَّ ذِكْرَ اللّٰهِ لَأَكْبَرُ

নিশ্চয়ই তোমার রব ক্ষমাশীল

إِنَّ رَبَّكَ لَغَفُوْرٌ

নিশ্চয়ই তোমাদের ইলাহ একজনই  

إِنَّ اِلٰهَكُمْ لَوَاحِدٌ

পরকালের গৃহই প্রকৃত জীবন

وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ

এবং নিশ্চয়ই আল্লাহ নেককারদের সাথে আছেন

وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ

 

 

 

কুইজে অংশগ্রহণ করুন

এই পাঠের উপর আপনার জ্ঞান পরীক্ষা করুন এবং আপনার অগ্রগতি মূল্যায়ন করুন।

কুইজ শুরু করুন

কোর্স বিষয়বস্তু