كَمْ [কত] শব্দের ব্যবহার

লুগাতুল কুরআন (তৃতীয় পাঠ)

পাঠের বিষয়বস্তু

টেক্সট
কুইজ

প্রশ্ন করতে  كَمْ [কত] শব্দের ব্যবহার

کَمْ کِتَاباً لَكَ ؟

তোমার কয়টি বই আছে?

প্রশ্ন করতে    كَمْ এর পরবর্তী ইসম একবচন, অনির্দিষ্ট مَنْصُوْبٌ হবে।

كَمْ مِنَ الكِتَابِ عِنْدَكَ؟

কয়টি বই তোমার কাছে?

کَم مِّن حُجرَةٍ فِي البَیتِ؟

কয়টি রুম আছে ঘরটিতে?

كَمْ مِنْ    হলে এর পরবর্তী ইসম নির্দিষ্ট অনির্দিষ্ট উভয়ি হতে পারে।

 

بِكَمْ رِيَالٍ هٰذَا؟    অথবা

بِكَمْ رِيَالًا هٰذَا؟ এটা কত রিয়াল?

كَمْ এর পুর্বে হারফ জার থাকলে ইসমটি مَجْرُوْرٌ বা مَنْصُوْبٌ  উভয়ই হতে পারে  

 

কুইজে অংশগ্রহণ করুন

এই পাঠের উপর আপনার জ্ঞান পরীক্ষা করুন এবং আপনার অগ্রগতি মূল্যায়ন করুন।

কুইজ শুরু করুন

কোর্স বিষয়বস্তু