আশ্চর্যবোধকের জন্য كَمْ এর ব্যবহার

লুগাতুল কুরআন (তৃতীয় পাঠ)

পাঠের বিষয়বস্তু

টেক্সট
কুইজ

আশ্চর্যবোধক বাক্যের ক্ষেত্রে   كَمْ এর পরবর্তী ইসম  مَجْرُوْرٌ    হবে এবং একবচন কিংবা বহুবচনও হতে পারে।

তোমার কাছে কত বই!

كَمْ كِتَابٍ عِنْدَكَ!

তোমার কাছে কত্তগুলো বই!

كَمْ كُتُبٍ عِنْدَكَ!

আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল বিজয়ী হয়েছে কত বৃহৎ দলের মোকাবেলায়

كَم مِّنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ

 

কুইজে অংশগ্রহণ করুন

এই পাঠের উপর আপনার জ্ঞান পরীক্ষা করুন এবং আপনার অগ্রগতি মূল্যায়ন করুন।

কুইজ শুরু করুন

কোর্স বিষয়বস্তু