هَلاَّ এর ব্যবহার

লুগাতুল কুরআন (তৃতীয় পাঠ)

পাঠের বিষয়বস্তু

টেক্সট
কুইজ

এটা ক্রিয়াপ্রধান বাক্যে ব্যবহৃত হয়। এটা মুদরীতে কোন কাজের উৎসাহ দিতে আর মাদীতে কাজ না করার জন্য ভর্ৎসনা দিতে বসে বা অনুমোদন না দিতে বসে।

তুমি কি তার ব্যাপারে হেডমাস্টারের কাছে অভিযোগ করবে না! (অর্থাৎ অভিযোগ করা উচিত)

هَلاَّ تَشْكُوْهُ إِلٰى الْمُدِيْرِ

তোমার কি তার ব্যপারে হেডমাস্টারের কাছে অভিযোগ করা উচিত ছিল না! (অর্থাৎ অভিযোগ করনি কেন)

هَلاَّ شَكَوْتَهُ إِلٰى الْمُدِيْرِ

 

কুইজে অংশগ্রহণ করুন

এই পাঠের উপর আপনার জ্ঞান পরীক্ষা করুন এবং আপনার অগ্রগতি মূল্যায়ন করুন।

কুইজ শুরু করুন

কোর্স বিষয়বস্তু