দুটি বিষয়কে পাশাপাশি উল্লেখ করতে أَحَدُهُمَا.....وَالآخَرُ ব্যবহৃত হয়। নিচে এর পুরুষ ও স্ত্রীবাচকের উদাহরণ দেখানো হলো।
|
স্ত্রীবাচক |
পুরুষবাচক |
|
إِحْدَاهُمَا... والْأُخْرَى....... |
أَحَدُهُمَا... وَالْآخَرُ..... |
|
তাদের একজন……… এবং অন্যজন…… |
তাদের একজন……… এবং অন্যজন…… |
|
لِيْ أُخْتَانِ ، اِحْدَاهُمَا مُدَرِّسَةٌ و الْأُخْرَى مُمَرِّضَةٌ |
لِيْ أَخَوَانِ ، أَحَدُهُمَا طَبِيْبٌ و الآخَرُ مُهَنْدِسٌ |
|
আমার দুই বোন, তাদের একজন শিক্ষিকা এবং অন্যজন সেবিকা |
আমার দুই ভাই, তাদের একজন ডাক্তার এবং অন্যজন ইঞ্জিনিয়ার |
