أَيُّ (কোন) শব্দের ব্যবহার

লুগাতুল কুরআন (তৃতীয় পাঠ)

পাঠের বিষয়বস্তু

টেক্সট
কুইজ

أَيُّ  শব্দের অর্থকোন এটা  مُضَافٌ  এবং এর পরবর্তী শব্দ হবে অনির্দিষ্ট মাজরুর

أَيُّ طَالِبٍ خَرَجَ؟

কোন ছাত্রটি বের হয়েছিলো?

مَرْفُوْعٌ

أَيَّ كِتَابٍ قَرَأْتَ؟

কোন বইটি তুমি পড়েছিলে?

مَنْصُوْبٌ

بِأَيِّ قَلَمٍ كَتَبْتَ؟

কোন কলম দিয়ে তুমি লিখেছিলে?

مَجْرُوْرٌ

কুইজে অংশগ্রহণ করুন

এই পাঠের উপর আপনার জ্ঞান পরীক্ষা করুন এবং আপনার অগ্রগতি মূল্যায়ন করুন।

কুইজ শুরু করুন

কোর্স বিষয়বস্তু