( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন।
"And Who will cause me to die, and then will bring me to life (again);
আমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ক্রটি-বিচ্যুতি মাফ করবেন।
"And Who, I hope will forgive me my faults on the Day of Recompense, (the Day of Resurrection),"
হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর
My Lord! Bestow Hukman (religious knowledge, right judgement of the affairs and Prophethood) on me, and join me with the righteous;
এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর।
And grant me an honourable mention in later generations;
এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর।
And make me one of the inheritors of the Paradise of Delight;
এবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম।
And forgive my father, verily he is of the erring;
এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না,
And disgrace me not on the Day when (all the creatures) will be resurrected;
যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না;
The Day whereon neither wealth nor sons will avail,
কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।
Except him who brings to Allah a clean heart [clean from Shirk (polytheism) and Nifaq (hypocrisy)].
জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে।
And Paradise will be brought near to the Muttaqun (pious - see V. 2:2).