উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

القارعة

সূরা কারেয়া

Surah Al-Qari-a

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

করাঘাতকারী,

Al-Qari'ah (the striking Hour i.e. the Day of Resurrection),

করাঘাতকারী কি?

What is the striking (Hour)?

করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?

And what will make you know what the striking (Hour) is?

যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত

It is a Day whereon mankind will be like moths scattered about,

এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।

And the mountains will be like carded wool,

অতএব যার পাল্লা ভারী হবে,

Then as for him whose balance (of good deeds) will be heavy,

সে সুখীজীবন যাপন করবে।

He will live a pleasant life (in Paradise).

আর যার পাল্লা হালকা হবে,

But as for him whose balance (of good deeds) will be light,

তার ঠিকানা হবে হাবিয়া।

He will have his home in Hawiyah (pit, i.e. Hell).

১০

আপনি জানেন তা কি?

And what will make you know what it is?