( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
শপথ ফজরের,
By the dawn;
শপথ দশ রাত্রির, শপথ তার,
By the ten nights (i.e. the first ten days of the month of Dhul-Hijjah).
যা জোড় ও যা বিজোড়
And by the even and the odd (of all the creations of Allah).
এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে
And by the night when it departs.
এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।
There is indeed in them (the above oaths) sufficient proofs for men of understanding (and that, they should avoid all kinds of sins and disbeliefs, etc.)!
আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন,
Did you (O Muhammad (Peace be upon him)) not see (thought) how your Lord dealt with 'Ad (people)?
যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং
Who were very tall like lofty pillars,
যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি
The like of which were not created in the land?
এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।
And (with) Thamud (people), who cut (hewed) out rocks in the valley (to make dwellings)?
এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে
And (with) Fir'aun (Pharaoh), who had pegs (who used to torture men by binding them to pegs)?