উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الضحى

সূরা আদ্ব-দ্বোহা

Surah Adh-Dhuha

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

শপথ পূর্বাহ্নের,

By the forenoon (after sun-rise);

শপথ রাত্রির যখন তা গভীর হয়,

And by the night when it is still (or darkens);

আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।

Your Lord (O Muhammad (Peace be upon him)) has neither forsaken you nor hated you.

আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।

And indeed the Hereafter is better for you than the present (life of this world).

আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।

And verily, your Lord will give you (all i.e. good) so that you shall be well-pleased.

তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।

Did He not find you (O Muhammad (Peace be upon him)) an orphan and gave you a refuge?

তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।

And He found you unaware (of the Quran, its legal laws, and Prophethood, etc.) and guided you?

তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।

And He found you poor, and made you rich (selfsufficient with selfcontentment, etc.)?

সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;

Therefore, treat not the orphan with oppression,

১০

সওয়ালকারীকে ধমক দেবেন না।

And repulse not the beggar;