উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الانشقاق

সূরা আল ইনশিক্বাক্ব

Surah Al-Inshiqaq

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

যখন আকাশ বিদীর্ণ হবে,

When the heaven is split asunder,

ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত

And listens and obeys its Lord, and it must do so;

এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।

And when the earth is stretched forth,

এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।

And has cast out all that was in it and became empty,

এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।

And listens and obeys its Lord, and it must do so;

হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।

O man! Verily, you are returning towards your Lord with your deeds and actions (good or bad), a sure returning, so you will meet (i.e. the results of your deeds which you did).

যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে

Then, as for him who will be given his Record in his right hand,

তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে

He surely will receive an easy reckoning,

এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে

And will return to his family in joy!

১০

এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,

But whosoever is given his Record behind his back,