উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الشعراء

সূরা আশ-শো’আরা

Surah Ash-Shu-araa

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৯১

এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।

And the (Hell) Fire will be placed in full view of the erring.

৯২

তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে।

And it will be said to them: "Where are those (the false gods whom you used to set up as rivals with Allah) that you used to worship

৯৩

আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে?

"Instead of Allah? Can they help you or (even) help themselves?"

৯৪

অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখি করে নিক্ষেপ করা হবে জাহান্নামে।

Then they will be thrown on their faces into the (Fire), They and the Ghawun (devils, and those who were in error).

৯৫

এবং ইবলীস বাহিনীর সকলকে।

And the whole hosts of Iblis (Satan) together.

৯৬

তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবেঃ

They will say while contending therein,

৯৭

আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম।

By Allah, we were truly in a manifest error,

৯৮

যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গন্য করতাম।

When We held you (false gods) as equals (in worship) with the Lord of the 'Alamin (mankind, jinns and all that exists);

৯৯

আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল।

And none has brought us into error except the Mujrimun [Iblis (Satan) and those of human beings who commit crimes, murderers, polytheists, oppressors, etc.].

১০০

অতএব আমাদের কোন সুপারিশকারী নেই।

Now we have no intercessors,