উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الشعراء

সূরা আশ-শো’আরা

Surah Ash-Shu-araa

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৭১

তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি।

They said: "We worship idols, and to them we are ever devoted."

৭২

ইব্রাহীম (আঃ) বললেন, তোমরা যখন আহবান কর, তখন তারা শোনে কি?

He said: "Do they hear you, when you call (on them)?

৭৩

অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?

"Or do they benefit you or do they harm (you)?"

৭৪

তারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।

They said: "Nay, but we found our fathers doing so."

৭৫

ইব্রাহীম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, যাদের পূজা করে আসছ।

He said: "Do you observe that which you have been worshipping,

৭৬

তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা ?

"You and your ancient fathers?

৭৭

বিশ্বপালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু।

"Verily! They are enemies to me, save the Lord of the 'Alamin (mankind, jinns and all that exists);

৭৮

যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন,

"Who has created me, and it is He Who guides me;

৭৯

যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন,

"And it is He Who feeds me and gives me to drink.

৮০

যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।

"And when I am ill, it is He who cures me.