উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الصافات

সূরা আস-সাফফাত

Surah As-Saffat

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৯১

অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?

Then he turned to their aliha (gods) and said: "Will you not eat (of the offering before you)?

৯২

তোমাদের কি হল যে, কথা বলছ না?

"What is the matter with you that you speak not?"

৯৩

অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।

Then he turned upon them, striking (them) with (his) right hand.

৯৪

তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত-সন্ত্রস্ত পদে।

Then they (the worshippers of idols) came, towards him, hastening.

৯৫

সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন?

He said: "Worship you that which you (yourselves) carve?

৯৬

অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।

"While Allah has created you and what you make!"

৯৭

তারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।

They said: "Build for him a building (it is said that the building was like a furnace) and throw him into the blazing fire!"

৯৮

তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম।

So they plotted a plot against him, but We made them the lowest.

৯৯

সে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।

And he said (after his rescue from the fire): "Verily, I am going to my Lord. He will guide me!"

১০০

হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।

"My Lord! Grant me (offspring) from the righteous."