ক্রিয়া সম্পাদনের উপকরণ اِسْمُ الآلَةِ

লুগাতুল কুরআন (প্রথম পাঠ)

পাঠের বিষয়বস্তু

টেক্সট
কুইজ

ক্রিয়া যার অবলম্বনে সঙ্ঘঠিত  হয় তাকে اِسْمُ الآلَةِ বলে। এগুলোর কয়েকটি প্যাটার্ন আছেযেমন,

অর্থ

اِسْمُ الآلَةِ

 

ক্রিয়া

গঠন

লিফট

مِصْعَدٌ

ওপরে ওঠা

صَعِدَ

 

مِفْعَلٌ

ড্রিল

مِثْقَبٌ

খোদাই করা

ثَقَبَ

ঝাটা

مِكْنَسَةٌ

ঝাড়ু দেওয়া

كَنَسَ

 

مِفْعَلَةٌ

ফ্রাইপ্যান

مِقْلَاةٌ

ভাঁজা

قَلَى

ইস্ত্রী

مِكْوَاةٌ

ইস্ত্রী করা

كَوَى

চাবি

مِفْتَاحٌ

খোলা

فَتَحَ

 

 

مِفْعَالٌ

আয়না

مِرْاَةٌ

দেখা

رَاَى

নিক্তি

مِيْزَانٌ

ওজন করা

وَزَنَ

বাতি

مِصْبَاحٌ

সকাল হওয়া

صَبِحَ

 

কুরানীয় উদাহরণঃ

তাঁর নূরের উদাহরণ যেন একটি দীপাধার, যাতে আছে একটি প্রদীপ,

مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ

তাঁর কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে

وَعِندَهُ مَفَاتِحُ الْغَيْبِ

এবং তোমরা ওজনে কম দিয়ো না

وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ

অতএব যার পাল্লা ভারী হবে

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ

কুইজে অংশগ্রহণ করুন

এই পাঠের উপর আপনার জ্ঞান পরীক্ষা করুন এবং আপনার অগ্রগতি মূল্যায়ন করুন।

কুইজ শুরু করুন

কোর্স বিষয়বস্তু